ভারতে গেলেন বেড়াতে, ফিরলেন সন্তান নিয়ে - বাংলাদেশ প্রতিদিন

Breaking

Definition List

Wednesday, June 12, 2019

ভারতে গেলেন বেড়াতে, ফিরলেন সন্তান নিয়ে


বাবার সাথে ভারতে বেড়াতে গিয়েছিল রাজশাহীর অপ্রাপ্ত বয়সী সোয়াদ খাতুন। তবে সেখানে সবার অজান্তে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে হয়। ফলাফল- প্রাপ্ত বয়স না হওয়ায় ভারতীয় আইনে সাজা। সোয়াদ খাতুনের জায়গা হয় সেভ হোমে। সেই সেভ হোমেই সন্তানের জন্ম দেয় সোয়াদ খাতুন। নাম রেখেছেন সাইফ। সম্প্রতি ১৮ বছর পূর্ণ হয়েছে সোয়াদ খাতুনের। তাই ভারতীয় আদালতের নির্দেশে সন্তানসহ দেশে ফেরত পাঠানো হয়েছে সোয়াদ খাতুনকে।
রোববার (৯ জুন) বিকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে সোয়াদ খাতুনকে দেশে ফেরত পাঠানো হয়। তাকে গ্রহণ করেন বাবা সোহেব আলী।
বিজিবি জানান, ২০১৬ সালের ১৪ ডিসেম্বর রাজশাহী জেলার মতিহার উপজেলার ধরমপুর গ্রামের সোহেব আলী তার ১৬ বছর বয়সী মেয়ে সোয়াদ খাতুনকে নিয়ে ভারতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হরিহরপুর থানার কেদারতলা গ্রামের বাসিন্দা চাচাতো ভাইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সোয়াদ খাতুনের। এরপর গোপনে বিয়ে হয় তাদের। একে পরিবারের অমতে বিয়ে, তারপর অপ্রাপ্ত বয়স। বিরোধ দেখা দেয় দুই পরিবারের। সোয়াদও স্বামীকে ফেলে দেশে ফিরতে নারাজ। রাগে ক্ষোভে মেয়েকে ভারতে রেখেই দেশে ফিরে আসেন বাবা সোহেব আলী। ওদিকে অপ্রাপ্ত বয়সে বিয়ে করার বিষয়টি শেষ-মেষ আদালত পর্যন্ত গড়ায়। ভারতীয় আদালতের নির্দেশে ১৬ বছর বয়সী সোয়াদের জায়গা হয় সে দেশের সেভ হোমে। সেখানেই পুত্র সন্তানের জন্ম দেয় সোয়াদ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, ভারতের সেভ হোমে থাকা বাংলাদেশী সোয়াদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই সাথে সব ক্ষোভ ভুলে সোয়দের বাবা মেয়েকে ফেরত চেয়ে আবেদন করেন। শুরু হয় তাকে দেশে পাঠানোর প্রক্রিয়া। সকল প্রক্রিয়া শেষে রোববার বিকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের পর সোয়াদ তার শিশু সন্তানকে কোলে নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন। বিজিবির মাধ্যমে তাকে গ্রহণ করেন বাবা সোহেব আলী। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলাদার জাহাঙ্গীর আলম ও ভারতের গেদে ক্যাম্পের বিএসএফ কমান্ডার এসি শুরেন্দ সিং উপস্থিত ছিলেন। জাগরণ

No comments:

Post a Comment